ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফাইনালে রাসেল বল না করলে সাকিবকে খেলাও : গৌতম গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৪ ২১:২৯:০৮
ফাইনালে রাসেল বল না করলে সাকিবকে খেলাও : গৌতম গম্ভীর

যার কারণে শেষ ৩টি ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। আর একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে রান না পেলেও বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান। আর সেই কারণেই আন্দ্রে রাসেল-এর পরিবর্তে ফাইনালে সাকিব আল হাসানকে একাদশে রাখার পরামর্শ দিয়েছেন গৌতম গম্ভীর।

১০ ম্যাচে এই আইপিএলে রাসেল নেন ১১ উইকেট। ব্যয়বহুল ৯.৮৯ ইকোনমি রেট তার। তবে ব্যাট হাতে সাকিবের থেকে অনেকটাই ভালো খেলেছেন তিনি ডানহাতি ২৬.১৪ গড় ও ১৫২.৫০ স্ট্রাইক রেটে ১৮৩ রান করেছেন, হাফ সেঞ্চুরি কেবল একটি।

এই অবস্থায় তাকে শুধু ব্যাটিংয়ের জন্য একাদশে রাখা হলে বিপদে পড়তে পারে দল, এমনটা বললেন ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া গম্ভীর। তার মতে খণ্ডকালীন বোলারদের ওপর নির্ভর না করে ফাইনালে একজন বাড়তি বোলার দরকার হবে দলের।

গম্ভীর বলেছেন, “রাসেল যদি বল না করে তাহলে সমস্যায় পড়তে পারে কলকাতা। সে ক্ষেত্রে সাকিব-আল-হাসান কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদি রাসেল ফিট হয় এবং ব্যাটিং-বোলিং দুটোই করতে পারে তাহলে আমি বলব তাকে দলে রাখুন। কিন্তু যদি সে বলে যে কেবল ব্যাট করবে, বল করবে না তাহলে আমি বলব সাকিবকে নিন”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ