ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে মাঝারি রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৫ ১৪:৫৯:৪৮
বাংলাদেশকে মাঝারি রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

চতুর্থ ওভারেই সদীশ জয়াবর্ধনেকে শিকার করে বাংলাদেশকে উইকেট এনে দেন মোহাম্মদ রিপন মন্ডল। টানা দুই ওভারে শেভন ড্যানিয়েল ও জীবাকা শাশেনকে শিকার করেন যথাক্রমে রিপন ও গোলাপ কিবরিয়া। ফলে ৩২ রানেই শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সদীশ রাজাপাকসা ও পবন পথিরাজা। রাজাপাকসাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন আরিফুল ইসলাম। পঞ্চম উইকেটে রবিন ডি সিলভাকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন পবন। পবন বোল্ড করে এই জুটি ছিন্ন করেন নাইমুর রহমান নয়ন। ৮৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন পবন।

তারপর ৪৭ বলে ২৯ রান করা রবিনকে মেহেরব ও ১৫ বলে ১৫ রান করা ডুনিথ ওয়েলালাগেকে আশিকুর জামান সাজঘরের পথ দেখান। শেষ দিকে ইসুরু রদ্রিগোর ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৯ উইকেটের বিনিময়ে ২২৮ রান। বাংলাদেশের তিনটি উইকেট শিকার করেছেন রিপন। দুইটি উইকেট পেয়েছেন আশিকুর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ