ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতের একমাত্র আশা মুজিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৭ ১৫:১০:১৫
ভারতের একমাত্র আশা মুজিব

আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কিউইরা আজকে জিতলেই চলে যাবে সেমিফাইনালে। সেই সাথে শেষ হয়ে যাবে ভারতের সেমিফাইনালের আশা। অন্যদিকে, আফগানিস্তান যদি কিউইদের হারাতে পারে তবে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে ভারত৷ তখন সোমবারের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে স্বাভাবিকভাবেই সকল ভারতীয় ক্রিকেট সমর্থক বনে গেছেন আফগানিস্তান দলের ভক্ত৷ মনে -প্রাণে তারা চাচ্ছেন, আফগানিস্তান যাতে ম্যাচটি জিতে নিয়ে ভারতকে সেমিফাইনালের রাস্তাটা খোলা রাখতে সাহায্য করে৷ ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও এর ব্যতিক্রম নন৷ কোন রাখঢাক না রেখেই তিনি আফগানিস্তান দলের জয় কামনা করছেন৷ তার মতে, এই ম্যাচে আফগানিস্তানের প্রধান অস্ত্র অফ-স্পিনার মুজিব উর রহমান৷

সুনীল গাভাস্কার বলেছেন, “মুজিব ফিট থাকা মানে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকজন বাড়তি রহস্য স্পিনার থাকবে আফগানিস্তান দলে। রশিদ খান ও মোহাম্মদ নবীর সঙ্গে তাকেও সামলানো অনেক কঠিন কিউই ব্যাটসম্যানদের জন্য৷ আফগানিস্তানের বিপক্ষের জয় ভারতের আশা বাঁচিয়ে রেখেছে৷ এখন আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে ভারত সেমিফাইনালের দরজাটাও খুলতে পারবে।’

বিশ্বকাপের সপ্তম এই আসরে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছেন মুজিব। স্কটল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ইঞ্জুরিতে মাঠের বাইরে চলে যান তিনি৷ নিউজিল্যান্ড ম্যাচে তার ফিরে আসাটা খুব করে চাচ্ছেন ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা৷ রবিচন্দ্রন অশ্বিন তো মজার ছলে জানিয়েছিলেন, দরকার হলে নিজেদের ফিজিও দিয়ে আফগানিস্তানকে সাহায্য করতে রাজি আছেন তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ