ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ধোনিকে নকল করতে চান না মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৮:২৮:১৬
ধোনিকে নকল করতে চান না মাশরাফি

দেশের নামকরা ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমানে’ দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘ক্রিকেট বোর্ড বা তামিম যেভাবে চাইবে, সেভাবেই যে যাব তা না। আমার নিজের ব্যক্তিত্ব আছে। আমাকে বুঝতে হবে সেখানে গিয়ে কী করতে পারবো। নকল করার অভ্যাস আমার নেই। ভারত ধোনিকে মেন্টর বানিয়েছে বলে আমাকেও যে সেটা হতে হবে, তা নয় কিন্তু।’

‘আমার ইনপুট যদি টিমের পছন্দ হয়, নিজের যদি মনে হয় আমি এভাবে টিমকে সহায়তা করতে পারি, তখনই কেবল হতে পারে। না হয় ওই টিমের সাথে বিজনেস ক্লাসে ভ্রমণ করা, পাঁচ তারকা হোটেলে থাকলাম, চলে আসলাম, টিম জিতলো না, কিছু হলো না- এভাবে কাজ করার ইচ্ছে নেই।’ যোগ করেন মাশরাফি।

আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলা নিয়ে ভাবছেন মাশরাফি, ‘আমি আগেই বলেছি ক্রিকেট আমার রক্ত কণিকার সঙ্গে মিশে আছে। ক্রিকেট সব সময়ই আমার প্রথম অধিকারের জায়গা। এটা এখনও আমার কাছে অনেক বড়।

‘তবে ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমার একটা জায়গায় স্থির হতে হবে। এখন চিন্তা করছি, বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলব। তাহলে কীভাবে অন্য কিছু করার কথা চিন্তা করি? যখন বাইশ গজ থেকে বিদায় নেব, তখন হয়তো এসব ভাবা যাবে।’ যোগ করেন মাশরাফি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ