মেসি পেলেন গোল, শেষ হলো পিএসজি ও নন্তের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ১-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে নন্তেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। যা তাদের এগিয়ে দিয়েছে পুরো ১২ পয়েন্টে
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে বেশ চাপেই পড়েছিল পিএসজি। ম্যাচের শেষ আধঘণ্টা তাদের খেলতে হয়েছে একজন কম নিয়ে। তবু পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার বড় কৃতিত্ব মেসিরই। যিনি নিজে করেছেন এক গোল, পাশাপাশি অন্য গোলেও ছিল বড় অবদান।
অবশ্য শুরুটা করেছিলেন কাইলিয়ান এমবাপে। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে শেষ দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন এ ফরাসি তারকা। একই ফর্ম ধরে রেখে শুরুতেই দলকে এগিয়ে দেন এমবাপে।
কিন্তু এই গোলের পর আর জালের দেখা পাচ্ছিল না পিএসজি। ম্যাচের প্রথমার্ধে মেলেনি আর গোলের দেখা। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের সময় সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক কেইলর নাভাস। যে কারণে বাধ্য হয়ে নেইমারকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক নামান পিএসজি কোচ।
এর মিনিটের দশেকের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় নন্তে। বদলি গোলরক্ষক সার্জিও রিকো চেষ্টা করেছিলেন ফেরাতে। তবে ব্যর্থ হলে ৭৬ মিনিটে ১-১ হয়ে যায় স্কোরলাইন। সেখান থেকে শেষের ১৫ মিনিটে যেন উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন মেসি।
যার প্রথমটায় অবশ্য সৌভাগ্যের ছোঁয়াও ছিল। ম্যাচের ৮১ মিনিটের সময় সতীর্থের উদ্দেশ্যে বল এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেটি ঠেকাতে গিয়ে স্লাইড করে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন নন্তের ডেনিস আপিয়া। ফলে লিড পেয়ে যায় পিএসজি।
এর ছয় মিনিট পর এমবাপে-মেসির রসায়নে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। মাঝমাঠের কাছ থেকে মেসিকে বল এগিয়ে দিয়েছিলেন এমবাপে। সেটি ধরে খানিক এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের চিরচেনা বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।
এই জয়ের পর ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা রেনের সংগ্রহ ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নন্তে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: শেষ হলো বাঁচামরার ম্যাচ, জেনে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন, সময়সূচি
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- বিক্রেতা সংকটে হল্টেড ১৯ কোম্পানির শেয়ার
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- দলিল লেখকের ফাঁদ এড়ান:২০২৫ সালে জমি ক্রয়ের খরচ ও রেজিস্ট্রেশন ফি কত, জানুন এখনই
- ২৪ ঘণ্টায় খতিয়ান সংশোধন: ভূমি মালিকদের জন্য বড় সরকারি সুখবর
- আজকের খেলার সূচি:পাকিস্তান বনাম আফগানিস্তান,এলচে বনাম লেভান্তে
- আজকের ফজর নামাজের সময়সূচি-২৮ আগস্ট ২০২৫
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিক, ৯০ মিনিটের খেলা শেষ
- আজকের সকল দেশের টাকার রেট(২৯ আগস্ট ২০২৫)
- বাংলাদেশ বনাম ভুটান: ম্যাচের ৬ মিনিটেই গোল, লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভুটান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল