ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অনেক কষ্টে ফলোঅন এড়াল উইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৩ ২১:৪০:৫৯
অনেক কষ্টে ফলোঅন এড়াল উইন্ডিজ

মধ্যাহৃ ভোজ পরবর্তী পাঁচ ওভার কাটতেই গলের আকাশ ভেঙে বৃষ্টি নামে। বল আর মাঠেই গড়াল না। দিন শেষে প্রথম ইনিংসে নয় উইকেটে ২২৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের চেয়ে এখনো ১৬২ রান পিছিয়ে ক্যারিবীয়রা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ছয় উইকেটে ১১৩ রানে দিনের খেলা শুরু করে দ্বীপকুঞ্জের দলটি। আগের দিন অজেয় থাকা কাইল মেয়ার্স ও জেসন হোল্ডার দুজনই আভাস দিয়েছেন অর্ধশতকের। কিন্তু পাননি একজনও। চার ওভারের ব্যবধানে বিদায় নেন তারা।

ধনঞ্জয়া ডি সিলভার অফ স্পিনে শর্ট কাভারে দিমুথ করুনারত্নের তালুবন্দি হন মেয়ার্স। ৬২ বলে ৪৫ রানে ফেরেন তিনি। প্রবীন জয়াবিক্রমার বলে পয়েন্টে হোল্ডারের ক্যাচ নেন দুস্মন্ত চামিরা। ৬০ বলে ৩৬ রানে আউট হন ক্যারিবীয় অলরাউন্ডার।

১৭৫ রানে আট উইকেট খুইয়ে ফলোঅনের আশঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়াতে দরকার ছিল ১২ রান। রাহিম কর্নওয়ালের ব্যাটে মান বাঁচায় ক্যারিবীয়রা। এড়ায় ফলোঅন। রমেশ মেন্ডিসকে টানা তিন বলে দুই চার ও এক ছক্কা হাঁকান কর্নওয়াল।

শেষ পর্যন্ত ৫৮ বলে ৩৯ রানে থামেন কর্নওয়াল। ভাঙে নবম উইকেটে জশুয়া ডি সিলভার সঙ্গে তার ৪৯ রানের জুটি। যেখানে জশুয়ার অবদান ১০। দিন শেষে ১১ রানে অপরাজিত আছেন তিনি। কাল চতুর্থ দিন তার সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল। অতি নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট নিষ্ফলা থাকবে। কারণ সামনের দুদিনই গলে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ