ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

লিটনকে নিয়ে কথা বলায় বিরক্ত ব্যাটিং কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৬ ২২:২৮:৫৯
লিটনকে নিয়ে কথা বলায় বিরক্ত ব্যাটিং কোচ

লিটন দলের গুরুত্বপূর্ণ সময়ে আজ (২৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে হাঁকালেন সেঞ্চুরি। মুশফিকুর রহিমকে (৮২*) নিয়ে অবিচ্ছেদ্য জুটিতে যোগ করেন ২০৪ রান। এই দুজনের ব্যাটে চড়েই ৪ উইকেটে ৪৯ থেকে ৪ উইকেটে ২৫৩ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ।

তবে দিনের শেষে সংবাদ সম্মেলনে লিটনের ১১৩ রানের অপরাজিত ইনিংস পাশ কাটিয়ে টি-টোয়েন্টি ব্যর্থতা নিয়ে প্রশ্ন এসেছে বেশ কয়েকবার। আর এমন কিছুতেই কিছুটা বিরক্ত টাইগারদের ব্যাটিং পরামর্শক। এই দক্ষিণ আফ্রিকানের মতে ভিন্ন ভিন্ন ফরম্যাট বিবেচনায় পারফরম্যান্স মূল্যায়ণের মানসিকতা তৈরি হওয়া উচিৎ।

তিনি বলেন, ‘কেন টেস্টের সাথে টি-টোয়েন্টিকে এত তুলনা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুইটা পুরোপুরি ভিন্ন। তুলনার সুযোগ নেই। কেন আমরা বারবার তুলনা করছি? এটা মানসিকতার ব্যাপার। কথা হোক সে কীভাবে ব্যাট করেছে তা নিয়ে, পারফরম্যান্স নিয়ে।’

বিশ্বকাপে লিটনের ব্যর্থতা নিয়ে কিছু বলতে নারাজ প্রিন্স। বরং টেস্টে তার পারফরম্যান্সকে আনছেন সামনে। বিশেষ করে আজকের ইনিংস দিয়ে লিটনকে ক্লাস ব্যাটার বলতে চান বাংলাদেশের ব্যাটিং পরামর্শক।

তার ভাষ্য, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই না। এটা ভিন্ন ঘরানার ক্রিকেট। তার আজকে ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটসম্যান। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল। কাল লিটন ও মুশফিক আরও বড় পার্টনারশিপ করবে বলে আশা করছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ