ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৭ ১২:৪৭:৩৫
অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শতকের আশা জাগিয়েও মুশফিককে সাজঘরে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। প্রথম দিনের দুটি সেশন পাকিস্তানি বোলারদের শাসন করা মুশফিক দ্বিতীয় দিনের প্রথম সেশনে থামেন ৯১ রানে।

৯ রানের আক্ষেপ নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ হলেও এ নতুন কিছু নয় মুশফিকের জন্য। কারণ টেস্টে তিনি এ নিয়ে চতুর্থবার নব্বইয়ের ঘরে আউট হলেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার সপ্তমবার নার্ভাস নাইনটিজে থামার রেকর্ড!

মুশফিকের এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের দিনে কিছুটা স্বস্তি পাবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টেস্টে এতদিন নব্বইয়ের ঘরে ৪ বার করে আউট হওয়ার রেকর্ড ছিল মুশফিক, সাকিব ও তামিমের। মুশফিক আপাতত দুই বন্ধুকে ছাড়িয়ে গেলেন।

নড়বড়ে নব্বইয়ে দুইবার করে টেস্ট ইনিংসের ইতি টেনেছেন আরও তিন বাংলাদেশি- লিটন দাস, হাবিবুল বাশার ও নাসির হোসেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হওয়ার রেকর্ডও মুশফিকের- ৭ বার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার এই আক্ষেপ হয়েছে তামিমের। এছাড়া সাকিব ৪ বার নড়বড়ে নব্বইয়ে থেমেছেন।

একনজরে দেখে নেওয়া যাক নার্ভাস নাইন্টিজে সবচেয়ে বেশি থামা বাংলাদেশিদের তালিকা

টেস্টমুশফিকুর রহিম – ৪ বারসাকিব আল হাসান, তামিম ইকবাল – ৩ বারলিটন দাস, নাসির হোসেন, হাবিবুল বাশার – ২ বার

আন্তর্জাতিক ক্রিকেটমুশফিকুর রহিম – ৭ বারতামিম ইকবাল – ৬ বারসাকিব আল হাসান – ৪ বার

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

শেয়ারবাজারে আলোচিত ১১ খবর

শেয়ারবাজারে আলোচিত ১১ খবর

নিজস্ব প্রতিবেদক বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারকে ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বাজারসংশ্লিষ্ট এসব খবর বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব... বিস্তারিত