বার বার একই ভুল করছে বাংলাদেশ

বাংলাদেশের রিভিউ জমিয়ে রাখার প্রবণতায় বড় লাভই হয়েছে পাকিস্তানের। স্বাগতিকদের করা ৩৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান। তারা এখন পিছিয়ে রয়েছে ২৫১ রানে। দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক করছেন নিখুঁত ব্যাটিং।
অথচ তাদের এই জুটি ভেঙে যেতে পারতো মাত্র ৩১ রানেই। তাইজুল ইসলামের করা ১৩তম ওভারের পঞ্চম বলটি ছিল আর্মার। পেছনের পায়ে গিয়ে সেটি কাট খেলতে চেষ্টা করেন অভিষিক্ত আব্দুল্লাহ শফিক। বল তার ব্যাটে লাগার আগে আঘাত হানে প্যাডে।
উইকেটরক্ষক লিটন জোরালো আবেদন করেন কিন্তু আম্পায়ার আউট দেননি। বোলার তাইজুল বুঝতেই পারেননি বলটি যে আগে লেগেছে প্যাডে। আগে ব্যাটে লেগেছে ভেবে সেটিতে রিভিউ নেওয়ার জন্য অধিনায়ককে জোর করেননি তাইজুল। ফলে সে দফায় রিভিউ নেওয়া হয়নি।
পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি আগে প্যাডেই লেগেছে এবং সেটি আঘাত হানতো স্ট্যাম্পে। অর্থাৎ রিভিউ নিলে শফিকের বিদায়ঘণ্টা বেজে যেতো। কিন্তু রিভিউ না নেওয়ায় ব্যক্তিগত ৯ রানে বেঁচে যান এ ডানহাতি ওপেনার। পরে বাকি সময়ে আর কোনো সুযোগই দেননি তিনি।
অপর ওপেনার আবিদ আলি শুরু থেকেই খেলেছেন সাবলীল ভঙ্গিতে। দুই পেসার আবু জায়েদ রাহি, এবাদত হোসেনের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামরা চিড় ধরাতে পারেননি আবিদ আলির ব্যাটিংয়ে। অভিষিক্ত সঙ্গীকে নিয়ে নির্বিঘ্নেই চা পান করতে গেছেন আবিদ।
বিরতি দেওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন আবিদ। তিনি অপরাজিত রয়েছেন ৮৯ বলে ৫২ রান করে। শফিকের নামের পাশে রয়েছে ৮৫ বলে ২৭ রান।
এর আগে প্রথম সেশনে ৭৭ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করতে পেরেছেন আর ১ রান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো নার্ভাস নাইন্টিতে কাঁটা পড়া মুশফিকুর রহিম করেন ৯১ রান। মেহেদি মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভুটান: শেষ হলো বাঁচামরার ম্যাচ, জেনে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন, সময়সূচি
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- সুখবর: শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের বড় উদ্যোগ
- বিক্রেতা সংকটে হল্টেড ১৯ কোম্পানির শেয়ার
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- দলিল লেখকের ফাঁদ এড়ান:২০২৫ সালে জমি ক্রয়ের খরচ ও রেজিস্ট্রেশন ফি কত, জানুন এখনই
- ২৪ ঘণ্টায় খতিয়ান সংশোধন: ভূমি মালিকদের জন্য বড় সরকারি সুখবর
- আজকের খেলার সূচি:পাকিস্তান বনাম আফগানিস্তান,এলচে বনাম লেভান্তে
- আলোচনা তুঙে: সেপ্টেম্বরে পদত্যাগ করছেন মোদি?
- আজকের সকল দেশের টাকার রেট(২৯ আগস্ট ২০২৫)
- বাংলাদেশ বনাম ভুটান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- বাংলাদেশ বনাম ভুটান: ম্যাচের ৬ মিনিটেই গোল, লাইভ দেখুন এখানে
- আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম (২8 আগস্ট)
- আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে রেনেটা পিএলসি