ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৭ ১৭:২৯:৫৬
এইমাত্র শেষ হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৪৫ রান। আবিদ আলি ও আবদুল্লাহ শফিক দুই ওপেনার অপরাজিত আছেন যথাক্রমে ৯৩ ও ৫২ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ রান করেছে।

পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আবিদ ও শফিক। দুজনের কাউকেই আউট করার মতো অবস্থা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। মাঝে তাইজুল ইসলামের বলে একটি সুযোগ এলেও রিভিউ না নেয়ায় হতাশায় কেটেছে টাইগারদের সারাটা দিন।

এর আগে চার উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লিটন দাস ১১৩ ও মুশফিকুর রহিম রানে ৮২ অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। আগের দিনের রানের সঙ্গে মাত্র ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন লিটন।

সেঞ্চুরির আশা জাগালেও তাতে পূর্ণতা দিতে পারেননি মুশফিক। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ৯১ রানে আউট হন তিনি। বাকি ব্যাটারদের মাঝে একাই লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত থাকেন ৩৮ রানে। দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল ২৯.৪ ওভার।

৩৩০ রানে ৮ উইকেট থাকলেও হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে আর কোনো রান যোগ না করেই অল আউট হয় টাইগাররা। এই পেসার একাই শিকার করেন ৫ উইকেট। বাকি বোলারদের মাঝে শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরাফ দুটি ও সাজিদ খান একটি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ