ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বার বার লিটনকে মুশফিক কি বলছিলেন জানালেন লিটন নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৭ ২১:৪৯:১৪
বার বার লিটনকে মুশফিক কি বলছিলেন জানালেন লিটন নিজেই

৪৯ রানে ৪ উইকেট খোয়াবার পর লিটন আর মুশফিক কী ভেবেছিলেন? দলের বিপর্যয় কাটাতে তাদের কি কি পরিকল্পনা ছিল? মুশফিক সব সময়ই পার্টনারকে এটা-ওটা বলেন। পরামর্শ দেন। লিটনের জন্য তার কী পরামর্শ ছিল?

লিটন দাস এসব প্রশ্নের জবাব দিয়েছেন আজ। প্রথমতঃ পরিসংখ্যান জানাচ্ছে, টেস্টে এটাই মুশফিক ও লিটনের সবচেয়ে বড় জুটি। এ লম্বা জুটি গড়তে পেরে অন্যরকম ভাললাগায় আচ্ছন্ন মন লিটনের।

তাই মুখে এমন কথা, ‘ভাইয়ার সঙ্গে আসলে ছোট ছোট জুটি তো অনেকগুলোই করেছি আমি। এই জুটি অনেক বড় ছিল।’

মুশফিক অপর দিক থেকে তাকে যে পরামর্শ দিয়েছেন, তা ভাল লেগেছে লিটনের। ‘অপরপাশ থেকে সঙ্গী যখন আপনাকে অনেক সাহায্য করে, মোটিভেশন দেয়, সেটা ভাল লাগে। সব মিলিয়ে আমরা দুজনই কঠিন পরিস্থিতিতে ছিলাম, দুজনই ওভারকাম করেছি। দুজনই পরস্পরকে সমর্থন দিয়েছি। এটা সবচেয়ে বড় জিনিস।’

গতকাল পড়ন্ত বিকেলে দেখা গেছে, মুশফিক বারবার লিটনের কাছে এসে কিছু কথা বলছিলেন। সেটা কী কোন বিশেষ পরামর্শ? লিটনের জবাব, আসলে তার ক্র্যাম্প বেশি করা দেখে মুশফিক তখন তাকে কষ্ট করে হলেও উইকেটে থাকার পরামর্শ দিচ্ছিলেন।

লিটন বলেন, ‘ভাইয়া যেটার কারণে বারবার আমার কাছে আসছিলেন, কারণ আমার শরীরে প্রচুর ক্রাম্প করছিল। তো যে কারণে নতুন বল আসাতে উনি বলেছে যতটুক পারা যায় চেষ্টা কর। কারণ নতুন ব্যাটার আসলে তাদের জন্য কঠিন হয়ে যাবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ