ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য: ওরে ব্যাটিং জাজাই ঝড়ে মাত্র ৩৫ বলে ম্যাচ জিতলো বাংলা টাইগার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৮ ১২:২৯:৩৬
অবিশ্বাস্য: ওরে ব্যাটিং জাজাই ঝড়ে মাত্র ৩৫ বলে ম্যাচ জিতলো বাংলা টাইগার্স

মূল ঝড়টা তুলেছেন বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই। দুর্দান্ত ফর্মে থাকা এ আফগানের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংস। যেখানে ছিল দুই চার ও পাঁচটি ছক্কার মার।

আরেক ওপেনার জনসন চার্লস ১৫ বল খেলে ছয়টি চারের মারে করেন ৩০ রান। তিন নম্বরে নামা উইল জ্যাকস ছক্কা হাঁকিয়ে শেষ করেন ম্যাচ।

এর আগে চেন্নাই ব্রেভসের পক্ষে ১৭ বলে ৩২ রান করেন মোহাম্মদ শাহজাদ। মার্ক দেয়াল ২৮ রান করতে খেলেন ২২টি বল।

দিনের অন্য ম্যাচে টিম আবুধাবির বিপক্ষে ১০ উইকেটে জিতেছে নর্দার্ন ওয়ারিয়র্স। আগে ব্যাট করা আবুধাবির সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৫ রান। কলিন ইনগ্রাম খেলেন ২৫ বলে ৬১ রানের ইনিংস।

জবাবে কোনো উইকেট না হারিয়ে ৯.১ ওভারেই ম্যাচ জিতে নেয় নর্দার্ন ওয়ারিয়র্স। যেখানে তিন চার ও নয় ছয়ের মারে ২৩ বলে ৭৩ রান করেন মইন আলি। আরেক ওপেনার কেনার লুইস খেলেন চারটি চার ও ছয়টি ছয়ের মারে ৩২ বলে ৬৫ রানের ইনিংস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ