ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য বাংলাদেশের ৯ম ক্রিকেটার হিসেবে ১৫০ করলেন তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৮ ১৪:২৮:২৬
অবিশ্বাস্য বাংলাদেশের ৯ম ক্রিকেটার হিসেবে ১৫০ করলেন তাইজুল

সাকিব আল হাসান চোটের কারণে না থাকায় চট্টগ্রাম টেস্টে তাইজুলের প্রতি টাইগারদের বড় নির্ভরতা। দ্বিতীয় দিন সেই নির্ভরতা পূরণ করতে না পারলেও তাইজুল তৃতীয় দিন শুরু করলেন প্রথম ওভারে জোড়া উইকেট শিকার করে।

নামের পাশে ১৪৭ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামা তাইজুলের আন্তর্জাতিক উইকেট ততক্ষণে ১৪৯। লাঞ্চের আগেই তিনি সাজঘরে ফেরান ফাওয়াদ আলমকে। এতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি স্পিনার।

তাইজুলের আগে বাংলাদেশের হয়ে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ৮ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।

একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১০ উইকেটশিকারি

১. সাকিব আল হাসান – ৬০৯ উইকেট২. মাশরাফি বিন মুর্তজা – ৩৮৯ উইকেট৩. আব্দুর রাজ্জাক – ২৭৯ উইকেট৪. মুস্তাফিজুর রহমান – ২৪৩ উইকেট৫. মোহাম্মদ রফিক – ২২০ উইকেট৬. রুবেল হোসেন – ১৯৩ উইকেট৭. মেহেদী হাসান মিরাজ – ১৭৩ উইকেট৮. মাহমুদউল্লাহ রিয়াদ – ১৫৭ উইকেট৯. তাইজুল ইসলাম – ১৫০ উইকেট১০. শাহাদাত হোসেন – ১২৩ উইকেট

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ