ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চমক দিয়ে বিসিএলের ক্রিকেটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৬ ২০:১১:৩২
চমক দিয়ে বিসিএলের ক্রিকেটারের নাম ঘোষণা

৪ ম্যাচে ৭ ইনিংসে মিঠুন করেছেন ৪৬৮ রান, যা এবারের আসরের সর্বোচ্চ। ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস, হাঁকান দ্বিশতক।

মিঠুন ছাড়াও মধ্যাঞ্চলের শিরোপা জয়ে বড় অবদান অধিনায়ক ও অলরাউন্ডার শুভাগত হোমের। রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ফাইনালে রোমাঞ্চকর মুহূর্তে স্নায়ু ধরে রেখে দলকে জিতিয়েছেন শিরোপা। ৩ উইকেট শিকারের পাশাপাশি দুই ইনিংসেই হাঁকিয়েছেন সেঞ্চুরি।

এছাড়া ব্যাট হাতে শীর্ষ পাঁচে আরও আছেন জাকির হাসান, সৌম্য সরকার ও অমিত হাসান। ব্যাট হাতে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভাগত হোম।

বোলারদের মধ্যে এবার উইকেট শিকারের শীর্ষে হাসান মুরাদ। মধ্যাঞ্চলের এই স্পিনার মোট ২২ উইকেট শিকার করেছেন। এই তালিকায় আরও আছেন নাসুম আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও নাঈম হাসান।

একনজরে বিসিএলের শীর্ষ পাঁচ ব্যাটার

মোহাম্মদ মিঠুন – ৪৬৮ রান (২ সেঞ্চুরি ও ১ ফিফটি)শুভাগত হোম – ৪০০ রান (৩ সেঞ্চুরি)তৌহিদ হৃদয় – ৩৯৭ রান (২ সেঞ্চুরি ও ১ ফিফটি)জাকির হাসান ৩৯৬ রান (৩ সেঞ্চুরি)সৌম্য সরকার ৩৮৩ রান (২ সেঞ্চুরি ও ১ ফিফটি)

একনজরে বিসিএলের শীর্ষ পাঁচ বোলার

হাসান মুরাদ – ২২ উইকেটনাসুম আহমেদ – ১৮ উইকেটসানজামুল ইসলাম – ১৬ উইকেটআবু হায়দার রনি – ১৪ উইকেটনাঈম হাসান – ১৪ উইকেট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ