ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

অ্যাশেজে আবারও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৭ ১০:৩৩:১০
অ্যাশেজে আবারও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড

সিডনি টেস্টে প্রতিদিনই বাগড়া দিচ্ছে বৃষ্টি। তারপরও ইংল্যান্ড এই টেস্ট বাঁচাতে পারবে কিনা, দেখা দিয়েছে সংশয়। যতটুকু সময় পাওয়া যাচ্ছে, তার মধ্যেই যে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেছে অস্ট্রেলিয়া।

উসমান খাজার ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ১৩৪ ওভারে ৮ উইকেটে ৪১৬ রান তুলে দ্বিতীয় দিনের শেষ সময়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অসিদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের ২-১টা উইকেট তুলে নেওয়া।

তবে ওইদিন ৫ ওভার অনায়াসেই কাটিয়ে দেয় ইংল্যান্ড। বিনা উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে সফরকারিরা। প্রথম কয়েকটা ওভার দেখেশুনেই খেলেছিলেন হাসিব হামিদ আর জ্যাক ক্রলি। কিন্তু বেশিক্ষণ স্বস্তি থাকেনি।

৩৯ বলে ৩ রান করা হাসিব হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। তারপরই শুরু হয় মড়ক। ৫৫ বলে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড হন ক্রলিও। তার উইকেটটি নেন চমক দেখিয়ে এই সিরিজেই অভিষেক হওয়া স্কট বোল্যান্ড।

ইংল্যান্ডের বিপর্যয় আরও ঘণীভূত হয় বরাবরের ভরসা জো রুটও বোল্যান্ডকে উইকেট দিয়ে আসলে। রানের খাতা খোলার আগেই দ্বিতীয় স্লিপে ক্যাচ হন ইংলিশ দলপতি। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। ধুঁকতে থাকা ইংল্যান্ড চরম অস্বস্তি নিয়ে গেছে লাঞ্চ বিরতিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ