ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আমরা ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণিত হল : সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৭ ১৯:০৬:২৫
আমরা ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণিত হল : সাকিব

অথচ তাদের ছাড়াই মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট দল পেয়েছে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ।

সাকিব আল হাসান মনে করেন, সিনিয়র ক্রিকেটারদের ছাড়া যে বাংলাদেশ ভালো করতে পারে না, সেই কথা ভুল প্রমাণিত হল এই টেস্টে। সিনিয়রদের ওপর নির্ভরতার বিষয়টি মিডিয়ার সৃষ্টি বলেও দাবি করেন তিনি।

সাকিব বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার দিক। যারা সবসময়… বিশেষ করে মিডিয়া সবসময় মনে করে আমরা ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই। সেটা ভুল প্রমাণ হল আমার ধারণা। তাদেরকে (তরুণদের) যদি এভাবে দায়িত্ব দেওয়া যায়, আমি মনে করি ভবিষ্যতে তারা আরও ভালো করবে।’

সাকিবকে নিয়েই ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ড সফরের টেস্ট দল। এরপর সাকিব ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে সরে দাঁড়ান। এমন ঐতিহাসিক এক ম্যাচের অংশ হতে না পারলেও সাকিবের অবশ্য কোনো আক্ষেপ নেই।

তিনি বলেন, ‘না, আমি বরং অনেক বেশি খুশি হয়েছি। আমি ছাড়া… শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে বড় বিষয় না। দল কেমন খেলছে এবং কেমন ফল করছে এটাই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমি খুবই খুশি এবং খুবই গর্বিত। দল ভালো করলেই আমি খুশি। আমার কখনও ব্যক্তিগত লক্ষ্য থাকে না। এবারও নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ