ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

টস জিতে যে সিদ্ধান্ত নিতে বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৮ ১০:৪৮:৩২
টস জিতে যে সিদ্ধান্ত নিতে বললেন সাকিব

এদিকে নিউজিল্যান্ড সফরে না গেলেও অতীতে ক্রাইস্টচার্চে খেলা হয়েছে সাকিবের। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ক্রাইস্টচার্চে বড় বিষয় হয়ে উঠবে টস। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করার পরামর্শও দিয়েছেন তিনি।

এ বিষয়ে সাকিব বলেন, ‘এই টেস্টের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টস। নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয় ও তৃতীয় দিনে উইকেট খুব ভালো থাকে। টস জিতে যদি ফিল্ডিং করতে পারে আমার কাছে মনে হয় সব থেকে ভালো হবে। টস না জিতলে কঠিন হবে। তবে যে আত্মবিশ্বাস প্রথম টেস্ট থেকে পেয়েছে, এটা ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

সাকিব আরও বলেন, ‘গ্রিন উইকেট হলেও আমাদের এডভান্টেজ থাকবে। আমাদের তিন পেসারও খুব ভালো বল করছে। মিরাজও অসাধারণ বোলিং করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের বোলারদেরকেও মোকাবেলা করতে হবে। এমন একটা ম্যাচ জেতার পর সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আশা করব এই আত্মবিশ্বাস যেন কাজে লাগে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ