ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিপিএলে মাতাতে আসছেন রাসেল-ব্রাভো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৮ ১৫:০৩:৩৬
বিপিএলে মাতাতে আসছেন রাসেল-ব্রাভো

বিপিএলে এবারের আসরে রাসেলের অংশগ্রহণ নিয়ে ছিল একপ্রকার অনিশ্চয়তা। প্রথমে শোনা গিয়েছিল ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। পরে প্লেয়ার্স ড্রাফটেও তার নাম ওঠেনি। তখন ধরা হচ্ছিল তাহলে হয়তো এবারের বিপিএলে খেলবেন না রাসেল।

তবে এখনকার শেষ খবর হলো, আন্দ্রে রাসেল ঠিকই অংশ নেবেন এবারের বিপিএলে। আর তার দল এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এখনও নাম চূড়ান্ত না হওয়া দলটিই এবার টি-টুয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা তারকাকে দলে ভিড়িয়েছে।

তার মানে দেশের ক্রিকেটের তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে আন্দ্রে রাসেলকেও।

একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ঢাকার ম্যানেজমেন্টের সঙ্গে আন্দ্রে রাসেলের কথাবার্তা চূড়ান্ত। এবারের বিপিএলে এ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের নতুন দল ঢাকা। আসরের বেশিরভাগ ম্যাচেই তাকে দলে পাবে ঢাকা। অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ব্রাভো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ