ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচকের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৮ ২০:৫৬:২৫
চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচকের নাম ঘোষণা

জাতীয় দলের নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস এবং প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে কাজ করবেন সারওয়ান। অন্যদিকে যুব দলের প্রধান নির্বাচক রবার্ট হেইনসের সাথে যুব দলের নির্বাচক হিসেবে কাজ করবেন সারওয়ান। গত বৃহস্পতিবার (৬ই জানুয়ারি) বোর্ড মিটিং শেষে সারওয়ানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ।

এ প্রসঙ্গে সারওয়ান জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য আবারও কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি সিডব্লিউআইসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই খেলাটির প্রতি আমি সত্যিই খুবই উৎসাহী এবং বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আবারও কাজ করার সুযোগ আসায় আমি বিন্দুমাত্র দ্বিধা করিনি।’

তিনি আরও জানান, ‘আমি আমার সহকর্মীদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। শ্রদ্ধেয় ডেসমন্ড হেইনস, রবার্ট হেইনস এবং দুইজন প্রধান কোচসহ আরও যারা এই খেলাটির উন্নতির সাথে সম্পৃক্ত আছেন সকলের সাথেই আমি কাজ করতে উদগ্রীব হয়ে আছি।’

সারওয়ান পরবর্তী চারটি আইসিসি টুর্নামেন্টে দল নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকবেন। ২০২২ এবং ২০২৪ সালের দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২৩ সালে আছে ওয়ানডে বিশ্বকাপ। তাছাড়া ২০২৩ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের কথা বিবেচনা করলে নির্বাচক হিসেবে বেশ চাপেই থাকবেন সারওয়ান।

খেলোয়াড়ি জীবন দারুণ সমৃদ্ধ সারওয়ানের। ২০০০ সালের মে মাসে টেস্ট অভিষেক হয় তার। এরপর ৮৭টি টেস্ট খেলে ৪০ গড়ে করেছেন ৫৮৪২ রান। ক্যারিবিয়ানদের হয়ে ১৮১টি ওয়ানডে খেলে ৪৩ ছুঁইছুঁই গড়ে (৪২.৬৭) ৫৮০৪ রান করেছেন তিনি। তাছাড়াও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামেন তিনি। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন সারওয়ান।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সারওয়ান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ