ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: আজ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১১:১২:৫৮
ব্রেকিং নিউজ: আজ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলো বাংলাদেশ

তবুও ছিল একটা আশা। শেষ মুহূর্তে যদি ঘটে কোনো অলৌকিক ঘটনা। ক্রাইস্টচার্চে হয়নি এমন কোনো নাটকীয়তা। টস জিতে যখন মুমিনুল বোলিং বেছে নিলেন, তখন জানা গেল খেলছেন না মুশফিক। অর্থাৎ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ! প্রায় ১৬ বছর আগে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা।

ঐবারই মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া ঐ টেস্টে ছিলেন না পঞ্চপাণ্ডবের কোনো সদস্য। তারপর কেটে গেছে প্রায় ১৬টি বছর। এই সময়ে তারা হয়ে উঠেছেন বাংলাদেশের ভরসার পাত্র।

নিজেদের ধারাবাহিকতার পুরষ্কার হিসেবে আধিপত্য বিস্তার করে তারা খেলেছেন তিন ফরম্যাটেই। চোট কিংবা অন্য কোনো কারণে কেউ একাদশের বাইরে গেলেও একসাথে বাইরে থাকা হয়নি ৫জনের। টানা ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে চলেছে এমন ধারাবাহিকতা।

এরপর টাইগারদের গত নিউজিল্যান্ড সফরে অবসান ঘটে এই পথচলার। ২০২১ সালের বাংলাদেশের সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় ১৫ বছরের ইতিহাসে তাই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলেও টেস্টে অক্ষুন্ন ছিল তাদের কারো না কারো খেলার রেকর্ড। অবশেষে আরও একটি নিউজিল্যান্ড সফর দিয়ে অবসান ঘটল এই ধারাবাহিকতারও। এই যাত্রায় টেস্টে থামল একাদশে পঞ্চপাণ্ডবের কারো না কারো খেলার ১৬ বছরের পথচলা।

ক্রাইস্টচার্চ টেস্টের বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ