ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শেষ হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১১:৪৩:১৭
শেষ হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড

২০২ রানে এক উইকেট হারিয়ে চা-বিরতিতে গিয়েছিল দুই দল। চা-বিরতির আগেই ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ল্যাথাম। শেষ সেশনে আত্মবিশ্বাসে টইটুম্বুর থাকা ল্যাথাম আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেন। পাশাপাশি কনওয়েও তুলে নেন অর্ধশতক। একপাশে নিউজিল্যান্ডের দুই ব্যাটার যখন রানের ফুলঝুড়ি ছোটাচ্ছে অন্যপাশে উইকেটের সন্ধানে ছিল বাংলাদেশ।

তাসকিন, এবাদত, মিরাজ- নিয়মিত বিরতিতে বোলিং করলেও উইকেটের দেখা পাননি বাংলাদেশের বোলাররা। কনওয়ে যখন ফিফটি হাঁকান তখন ব্যক্তিগত স্কোর দেড়শ পার করেন ল্যাথাম। হ্যাগলি ওভালে যেখানে বোলারদের রাজত্ব করার কথা ছিল সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন ল্যাথাম ও কনওয়ে।

প্রথম দিনে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন শরিফুল। ছবি : এএফপি৮৯তম ওভারে ২০০ রান পূর্ণ হয় ল্যাথাম-কনওয়ে জুটির। সেই সাথে প্রথম দিনেই বড় স্কোরের দেখা পায় নিউজিল্যান্ড। একপাশে ল্যাথাম যখন ডাবল শতকের দিকে ছুটছিলেন অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির খুব কাছাকাছিই এগোচ্ছিলেন কনওয়ে। তবে ৯৯ রানেই অপরাজিত থেকেই দিন শেষ করতে হয় তাঁকে।

প্রথম দিনের শেষ সেশনে ৩৬ ওভারে চারেরও বেশি রান রেটে ১৪৭ রান তোলেন ল্যাথাম ও কনওয়ে। শেষ পর্যন্ত ৩৪৯ রানেই দিন শেষ হয় নিউজিল্যান্ডের। প্রথম দিনে বাংলাদেশের একমাত্র সাফল্য বলতে শরিফুলের উইকেট। কনওয়ে ৯৯ রানের পাশাপাশি ১৮৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন টম ল্যাথাম।

সংক্ষিপ্ত স্কোর –

নিউজিল্যান্ড ৩৪৯/১ (ওভার ৯০)

ল্যাথাম ১৮৬*, কনওয়ে ৯৯* : শরিফুল ১/৫০

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ