ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চরম উত্তেজনায় শেষ হলো সাকিব-ইমরুলদের ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১৭:১৬:০৭
চরম উত্তেজনায় শেষ হলো সাকিব-ইমরুলদের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইসলামী ইস্ট জোনের বিপক্ষে সুবিধা করতে পারেনি ওয়ালট সেন্ট্রাল জোন। ৪৩.২ ওভারে মাত্র ১৭৭ রানে অলআউট হয় দলটি। দলের সর্বোচ্চ ৩৭ রান করেন মোহাম্মদ মিঠুন। এ ছাড়া মিজানুর রহমান ৩৬, সাকিব আল হাসান ৩৫ রান করেন।

ইসলামী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।

১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন মোহাম্মদ আশরাফুল। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। এছাড়া নাদিফ চৌধুরী ২৮, ইমরুল কায়েস ২৫ ও আলাউদ্দিন বাবু খেলেন ১৭ রানের ইনিংস।

ওয়াল্টনের হয়ে সাকিব আল হাসান ১০ ওভারে ২৪ রান দিয়ে ২টি, হাসান মুরাদ ১০ ওভারে ২৮ রান দিয়ে ২টি, সৌম্য সরকার ২ ওভারে ৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

এছাড়া মোসাদ্দেক হোসেন ও আবু হায়দার রনি ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়ালটন সেন্ট্রাল জোন: ১৭৭/১০ (৪৩.২ ওভার)

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ১৫৫/১০

২২ রানে জয়ী হয় ওয়ালটন একাদশ।

ওয়ালটন একাদশ:

আবদুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃতুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ ও হাসান মুরাদ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ