ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্টে অবিশ্বাস্য এক ঘটনা দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১৭:৩৩:৪৫
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্টে অবিশ্বাস্য এক ঘটনা দেখলো পুরো ক্রিকেট বিশ্ব

হ্যাঁ, এমনটাই ঘটেছে ক্রাইসচার্চে। কোনো চার কিংবা ছয় ছাড়াই এক বলে সাত রান নিয়েছে নিউজিল্যান্ড। বিনা উইকেটে লাঞ্চ বিরতিতে গিয়েছিল নিউজিল্যান্ড। অথচ দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেটের দেখা পেতে পারত এবাদত। এদিন মুশফিকের চোটের কারণে একাদশে জায়গা হয় নুরুল হাসান সোহানের।

যে কারণে উইকেটের পেছনের জায়গা ছেড়ে দিতে হয় লিটনকে। গ্লাভস ছেড়ে স্লিপেই ফিল্ডিং করেছেন লিটন। আর তাঁর হাত থেকেই কিনা ফসকে গেল ক্যাচ। দ্বিতীয় সেশনের প্রথম ওভারের শেষ বলে ব্যাটিং প্রান্তে ছিলেন ২৬ রান করা ইয়ং। ইবাদতের করা বলটি তাঁর ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে থাকা লিটনের হাতে উঠলে তা ধরতে পারেননি তিনি।

ফলে লিটনের হাত থেকে ফসকে গিয়ে ফাইন লেগে থাকা তাসকিন বল পাঠান উইকেটরক্ষক নুরুলের হাতে। বল আসতে আসতে ততক্ষণে তৃতীয় রানের জন্য দৌড়াচ্ছিলেন ইয়ং ও ল্যাথাম। ইয়ংকে লক্ষ্য করে বল নন-স্ট্রাইকিং প্রান্তে বল ছুঁড়ে মারেন নুরুল। তবে ব্যাকআপ ফিল্ডার না থাকায় বলটি ছুটে যায় বাউন্ডারির দিকে।

আর সেই বলের পেছনে এবাদত দৌড়ালেও বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। তখনই আম্পায়ার হাত তুলে ‘সাত’ রানের ইঙ্গিত দেন। অথচ যে ইয়ং কিনা ২৬ রানেই ক্রিজ ছাড়তে পারত সে ইয়ং করেন ৫৪ রান। এমনকি ল্যাথামের সঙ্গে আরও ৫৬ রান যোগ করেন তিনি।

ল্যাথাম ও ইয়ংয়ের জুটি ১৪৮ রানে ভাঙলেও দিন শেষে মাত্র একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ল্যাথাম অপরাজিত রয়েছেন ১৮৬ রানে এবং কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ