ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সব পরিসংখ্যান পাল্টে ল্যাথামের কণ্ঠে ভিন্ন সুর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১৯:০২:৪৮
সব পরিসংখ্যান পাল্টে ল্যাথামের কণ্ঠে ভিন্ন সুর

পরিসংখ্যানও বলছে, এই ভেন্যুতে যে দল আগে ফিল্ডিং করে ম্যাচের ফলাফল তাদের পক্ষেই আসে। তবে কিউই অধিনায়ক টম ল্যাথাম মনে করছেন, ক্রাইস্টচার্চ টেস্টে টসই ম্যাচের নিয়ামক হয়ে উঠবে না।

ল্যাথামের এমন অভিমত ম্যাচের উইকেট দেখার পর। ঘাসে ভরা সবুজ উইকেট দেখে পেসারদের স্বর্গরাজ্য মনে হলেন ল্যাথাম মনে করেন, টস জিতলেই ম্যাচ জয়ের সুযোগ এসে যাবে এমন ধারণা ঠিক নয়। তাই আগে ব্যাট করলে কীভাবে খেলতে হবে, কিউইদের রাখা আছে সেই প্রস্তুতিও।

তিনি বলেন, ‘আমরা দেখেছি, যারা এখানে টস জিতে তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি মনে করি না যে টস জিতলেই ম্যাচ জয় হয়ে যায়। আমরা এখানে আগে ব্যাট করে বড় স্কোর গড়েও ম্যাচ জিতেছি। আমরা যদি সেটার পুনরাবৃতি করতে পারি তাহলে ম্যাচের শেষ দিকে হয়ত আমাদের দিকে ফলাফল আসতেও পারে।’

ল্যাথাম তাই ভাগ্যের ওপর ঝুলে থাকা টেস্ট নয়, পারফরম্যান্সেই রাখছেন পূর্ণ মনোযোগ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ফলাফল নির্ভর করে পারফরম্যান্সের ওপর। আমরা যেটা ভালো করি সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমরা ম্যাচ জয়ে পাব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ