ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে নতুন ইতিহাস গড়লো ব্রুকস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১৯:২৫:০২
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে নতুন ইতিহাস গড়লো ব্রুকস

জ্যামাইকার কিংস্টনে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৬২ রানে ৪ উইকেট হারিয়ে চিন্তায় পড়ে ক্যারিবীয়রা। এরপর দলকে খেলায় ফেরাতে জুটি বাঁধেন অভিষেক ম্যাচ খেলতে নামা শামারা ব্রুকস ও অধিনায়ক কাইরন পোলার্ড। দলের স্কোর ২শ অতিক্রম করেন তারা।

দলীয় ২১৭ রানে পোলার্ড আউট হন। এতে ১৩৬ বলে গড়ে উঠা ১৫৫ রানের জুটি ইতি ঘটে। ৬৬ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৯ রান করেন পোলার্ড। সেঞ্চুরির পথেই ছিলেন ব্রুকস। কিন্তু ৯৩ রানে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে ‘নাভার্স নাইন্টি’-তে থামলেন ব্রুকস। ৮৯ বলে ৯৩ রান করেন তিনি। তার ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিলো।

পোর্লাড-ব্রুকসের জুটির পর ওয়েস্ট ইন্ডিজের নিচের দিকের ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। এতে ৭ বল বাকী থাকতে ২৬৯ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আয়ারল্যান্ডের মার্ক আইডার-ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন। ২৭০ রানের জবাবে শুরুতে উইকেট হারালেও, অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নি, অ্যান্ডি ম্যাকব্রিন ও হ্যারি টেক্টরের ব্যাটিং দৃঢ়তায় দারুণভাবে ম্যাচে ছিলো আয়ারল্যান্ড।

৩৬ ওভার শেষে ১ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৪৫ রানে গুটিয়ে ম্যাচ হারে আইরিশরা। ব্যালবির্নি ৯৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭১ রান করেন। ৬৮ বলে ৫৩ রান করেন টেক্টর। ৩৪ রানে আহত অবসর হন ম্যাকব্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা ব্রুকস। আগামী ১১ জানুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ