ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ২১:২৩:৪৯
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল

বিশেষ করে চতুর্থ দিন, মানে ১২ জানুয়ারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়ার পূর্বাভাস এমনটাই জানিয়েছে। ম্যাচ জিততে মরিয়া ব্ল্যাক ক্যাপ্সরা বৃষ্টিতে এক দুই দিন ভেসে যাওয়ার কথা চিন্তা করেই হোক কিংবা নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করে দিয়েই হোক, প্রথম টেস্টে শুভ সূচনা করেছে।

মুমিনুলের দলকে খানিক আশাভঙ্গের বেদনায় নীল করে রোববার প্রথম দিনই প্রায় সাড়ে তিনশো (৩৪৯) রান করে ফেলেছে কিউইরা। অধিনায়ক টম ল্যাথাম দারুণ খেলে নটআউট রয়েছেন ১৮৬ রানে। আর কনওয়েও শতরানের দোরগোড়ায় ৯৯ রানে অপরাজিত। আরেক ওপেনায় উইল ইয়াং আউট হয়েছেন ৫৪ রানে।

প্রথম টেস্টে দারুণ বল করে জয় উপহার দেয়া এবাদত, তাসকিন ও শরিফুলের হঠাৎ কী হলো? ঘাসের উইকেটে কোথায় তারা জ্বলে উঠবেন! বল হাতে বারুদ ছড়াবেন! তা না, এবাদত ২১ ওভারে ১১৪ রান দিয়ে বসেছেন।

একমাত্র বোলার হিসেবে তাসকিন এক উইকেট পেলেও শরিফুল আর মেহেদি মিরাজও উইকেটশূন্য। হঠাৎ কী হলো যে, ঘাসের পিচেও বোলাররা অনুজ্জ্বল? নাকি টম ল্যাথামের দল একটু বেশি ভাল খেলেছে? প্রশ্ন প্রতিটি বাংলাদেশ ভক্তর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ