ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে আউট, দেখেনিন টেস্টে কত বার ০ রানে আউট মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১০ ১৫:৩১:২৫
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রানে আউট, দেখেনিন টেস্টে কত বার ০ রানে আউট মুমিনুল

কিন্তু স্কোরকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি সোহান-ইয়াসির। ১২৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ কিউই অধিনায়ক লাথামের অর্ধেক রান করতে পেরেছেন টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্টে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। ৮ বল খেলে খালি হাতে বিদায় নেন সাউদির বলে বোল্ড হয়ে।

টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শূন্য পেলেন বাংলাদেশ অধিনায়ক। মুমিনুল প্রথম ডাক মারেন ২০১৪ সালে ঢাকায়। জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় শূন্য দুই বছর পর চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিন বলে শূন্য। টেস্টে তৃতীয় ডাক ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। দুই বল খেলেই আউট হয়েছিলেন মুমিনুল।

পরের বছর ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন বল খেলে রান আউট হয়েছিলেন কোনো রান করেই। একই বছরে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো টানা দুই ইনিংসে শূন্য মারেন মুমিনুল। দুই ইনিংসেই দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই লিটলম্যান। ২০১৯ সালে আবার টানা দুই ইনিংসে শূন্য হাঁকান মুমিনুল। প্রতিপক্ষ ছিল ভারত, ভেন্যু কলকাতা। নবমবারের মতো শূন্য মুমিনুলের গত বছর পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে। দশমবারের মতো মুমিনুলের ডাক চলমান ক্রাইস্টচার্চ টেস্টে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ