ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চরম দু:সংবাদঃ সবাইকে কাঁদিয়ে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১১ ১৫:৩২:৩৭
চরম দু:সংবাদঃ সবাইকে কাঁদিয়ে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার

নিজের ইন্সটাগ্রামে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা জানান মরিস। তবে মাত্র ৩৪ বছর বয়সে অবসর নিলেও যোগ দিচ্ছেন কোচিংয়ে। দক্ষিণ আফ্রিকার উত্তরাংশের প্রাধিকারপ্রাপ্ত মোমেন্টাম মাল্টিপাই টাইটান্সের কোচ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন মরিস।

“আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি! আমার যাত্রায় যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্রিকেট সফরটা বেশ মজার ছিল, তা বড় হোক কিংবা ছোট হোক।। টাইটান্স দলের কোচিং প্যানেলে যুক্ত হতে পেরে আনন্দিত।”

২০১০-২০১১ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন মরিস। এমনকি ২০১২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করায় ঐ বছরই প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ডাক পান তিনি। সেই থেকে এখন পর্যন্ত প্রোটিয়াদের জার্সি গায়ে চারটি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন মরিস।

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ছিল মরিসের শেষ ম্যাচ। এমনকি বিপিএলের আসন্ন আসরে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ