ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের এক সিদ্ধান্ত সাড়া ফেলে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১১ ১৬:০৮:৫৯
বাংলাদেশের এক সিদ্ধান্ত সাড়া ফেলে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে

তিনি আগেই বলে রেখেছিলেন যে তার শেষ টেস্ট ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। তাই টেলর যখন মাঠে নামেন, বাংলাদেশ দলের ফিল্ডাররা উইকেটের সামনে সারিবদ্ধ হয়ে তাকে গার্ড অব অনার দেন। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে হাত মিলিয়ে ব্যাটিং শুরু করেন টেলর।

বাংলাদেশের এই সম্মান দেওয়ার ঘটনা ক্রিকেটবিশ্বে বেশ ভালো সাড়া পেয়েছে। ক্যারিয়ারের শেষ ম্যাচে কিউই কিংবদন্তিকে গার্ড অব অনার দেওয়ায় সবাই ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ দলকেও। ম্যাচ শেষেও স্বাভাবিকভাবেই এলো সেই গার্ড অব অনারের প্রসঙ্গ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের এক সাংবাদিক জানতে চাইলেন, টেলরকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মানিত করার চিন্তা কীভাবে এলো বাংলাদেশ দলের ভেতর। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানান, মূলত প্রথম টেস্টের সময়ই টেলর সম্মানিত করার কথা ভেবে রেখেছিল বাংলাদেশ।

তার ভাষ্য, ‘আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখেছিলাম চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে। আমরা খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্ট মিলে প্রথম ম্যাচের সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম (গার্ড অব অনার দেওয়ার ব্যাপারে)। আমরা জানতাম, এটি রস টেলরের শেষ টেস্ট ম্যাচ। তাই আমরা তার ক্যারিয়ারের জন্য তাকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেই।’

মুমিনুল আরও যোগ করেন, ‘তো এভাবেই আসলে সিদ্ধান্তটা হয় এবং সবাই এটিকে স্বাগত জানায়, খুশি হয়েছে এতে। অধিনায়ক হিসেবে আমি নিজেও খুব খুশি এবং টেলরের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তিকে সম্মান দিতে পারা সত্যিই বিশেষ অনুভূতি।’

এসময় টেলরের ক্যারিয়ার সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যখন খেলা শুরু করি, বড় হতে হতে তাকে খেলতে দেখেছি। সে নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি। পুরো ক্যারিয়ারজুড়েই সে দুর্দান্ত ছিল। যেভাবে সে ক্যারিয়ার শেষ করেছে, দুর্দান্ত। আমরা তাকে ভালোবাসি, সবাই তাকে মিস করবে। জীবনের বাকি অংশের জন্য শুভকামনা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ