ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দল ছাড়ছে এমবাপে, পিএসজিতে মেসি-রোনালদো জুটি আবারও আলোচনা ঝড় ফুটবল দুনিয়াতে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১২ ১২:৪৩:১১
দল ছাড়ছে এমবাপে, পিএসজিতে মেসি-রোনালদো জুটি আবারও আলোচনা ঝড় ফুটবল দুনিয়াতে

কারণ পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি মৌসুমে। নতুন চুক্তিতে আগ্রহী নন ফরাসি ফরোয়ার্ড। তার স্বপ্ন রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো!

পিএসজি বলেছে আগামী মৌসুমে তারা এমবাপেকে হারবে। তাই রোনালদোকে দলে নেওয়ার কথা ভাবছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' এ খবর দিয়েছে।

‘মার্কা’র মতে, এমবাপে পিএসজি ছাড়লে তার জায়গায় রোনালদোকে নিয়ে আসা সহজ হবে নাসের আল খালেইফির ক্লাবের। কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রেংনিকের সঙ্গে পর্তুগিজ যুবরাজের বিরোধের বিষয়টি এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে।

রোনালদো ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে গেলে তার সম্ভাব্য টার্গেট পিএসজি। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এর আগে কোনো ফরাসি লিগে খেলেননি। এবং রোনালদো সবসময় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন!

এবার চ্যালেঞ্জ ধরে রাখলে ফুটবল বিশ্বে লড়াই হবে। পিএসজিতে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। প্রথমবারের মতো, সর্বকালের সেরা দুই ফুটবলার একসাথে খেলতে নামা এখন বাস্তবতার অনেকটাই কাছে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ