ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

একধিক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার ওয়ারডে দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৩ ২০:১৮:৪৭
একধিক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার ওয়ারডে দল ঘোষণা

দলে ডাক পাওয়াদের মধ্যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন তিনজন। নুয়ান থুশারা, শিরান ফার্নান্দো এবং চামিকা গুনাসেকারা আছেন সেই তালিকায়। তিনজনই ডানহাতি পেসার। এই ত্রয়ীর মধ্যে থুশারা এবং শিরান এইবারই প্রথম ডাক পেলেন দলে। লঙ্কা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে টুর্নামেন্টজুড়েই দারুণ বল করে গেছেন থুশারা, ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও। অন্যদিকে শিরান লিস্ট এ ক্রিকেটে ২৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন সমান ২৬টি।

আরেক পেসার গুনাসেকারা লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯টি। আগে টেস্ট স্কোয়াডে একবার ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি, এবার সুযোগ পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এবারে পা রাখতে পারেন কিনা গুনাসেকারা।

তবে এবারের দলে নেই কুশল পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অভিষকা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভার মত অভিজ্ঞরা। পেরেরা এবং হাসারাঙ্গার না থাকার কারণ ইঞ্জুরি। ফার্নান্দো বাদ পড়েছেন কোভিড পজিটিভ হওয়ার কারণে, অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় স্কোয়াডে নেই ধনঞ্জয়া। তাছাড়া অবসর নেওয়ার কারণে দলে জায়গা পাননি ভানুকা রাজাপক্ষে, পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরেও এসেছেন তিনি। অন্যদিকে পেসার লাহিরু কুমারা উতরাতে পারেননি ফিটনেস টেস্ট, যার ফলে জায়গা হয়নি তারও।

একনজরে শ্রীলঙ্কা ওয়ানডে দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসানকা, মিনোদ ভানুকা, চারিথ আসালাঙ্কা, মাহিষ থিকশানা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, চামিকা গুনাসেকারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, নুয়ান প্রদিপ, শিরান ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ