ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

বিগ হিটিংয়ের পুরোনো কোচের কাছে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৪ ১৬:০৬:৫৩
বিগ হিটিংয়ের পুরোনো কোচের কাছে সাকিব

সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সফর থেকে ছুটিতে থাকা সাকিব চলমান ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন। ২০১৫ সালের পর ইসলামিক ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন সাকিব। তবে ফেরার দিনে আর আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে দুটি ম্যাচ খেললেও কিছুটা বিভ্রান্তি ছিল। এক মাসের ছুটিতে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাটিং। তিনি ইস্ট জোনের বিপক্ষে ৩৫ রান করেন কিন্তু খেলতে হয় ৫৮ বল। অবশ্য পুরোনো সাকিবকে দেখা যাবে বল হাতে। মাত্র ২৪ রানে ২ উইকেট নেন তিনি।

পরের ম্যাচে নর্থ জোনের বিপক্ষে ব্যাট হাতে ৩৩ রান করলেও বল হাতে নিষ্প্রভ সাকিব। মাত্র ১ উইকেট নিতে খরচ করতে হয়েছিল ৪৯ রান। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ধুঁকতে থাকা সাকিবের ফিটনেসের ঘাটতি দেখা মেলে দ্বিতীয় ম্যাচে। সেই সঙ্গে বড় শট খেলতে গিয়েও সুবিধা করতে পারছিলেন না।

বিপিএলকে সামনে রেখে বড় শটের জড়াতা কাটাতে শৈশবের কোচ ফাহিমকে সঙ্গে নিয়ে মিরপুর অনুশীলন করেছেন সাকিব। আচমকা ঢাকায় ফিরে সাকিব কি নিয়ে কাজ করছেন সেটা গণমাধ্যমে খোলাসা করেছেন ফাহিম। তিনি বলেন, ‘কিছু ব্যাটিং ড্রিল করলো, ওর নিজের পর্যবেক্ষণ, আমার নিজের পর্যবেক্ষন যে ওর বিগ হিটিংয়ে কিছু সমস্যা হচ্ছে। কাজ করার পর মাঠে সে মনে হচ্ছে বড় মাঠে টাইমিংটা একটু বেটার হচ্ছে, বল একটু দূরে যাচ্ছে।’

‘যেকোনো কারণেই হোক টেকনিকে কিছু পরিবর্তন এসেছে। একবার যখন খেলতে না পারার ব্যাপারটা চলে আসে তখন নিজের উপর নিজেরই কনফিউশন চলে আসে যে আমি বিষয়টা পারি কি পারি না। এ দ্বিধা দ্বন্দ্বে হয়তো আরও কিছু পরিবর্তন চলে আসে। তখন মৌলিক যে টেকনিকটা, যেটা সে খেলতে পারতো সেটা হয়তো এখন আর নেই।’

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। দলটির মেন্টরের দায়িত্বে থাকবেন ফাহিম। এ ছাড়া বরিশালের কোচ হিসেবে দেখা যাবে বিপিএলের অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ সুজন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ