ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইতিহাসগড়া টেস্ট জয়ে দুজনকে আলাদা ভাবে কৃতিত্ব দিলেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৫ ২১:০২:৩২
ইতিহাসগড়া টেস্ট জয়ে দুজনকে আলাদা ভাবে কৃতিত্ব দিলেন মুমিনুল

দেশে ফিরে দুজনকেই আলাদাভাবে কৃতিত্ব দেন সেই মুমিনুল। একজন দলের পরিচালক খালিদ মাহমুদ সুজন এবং অন্যজন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

এবারের কোয়ারেন্টাইন দলের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বলে মনে করেন টাইগারদের টেস্ট অধিনায়ক। দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থাকার পর হঠাৎ একত্রিত হওয়ায় তারা দলবদ্ধ হয়ে কাজ করতে পেরেছেন।

মুমিনুল বলেন, ‘আমার মনে হয় আমাদের দলটা রেজাল্ট করার জন্য কোয়ারেন্টাইন আশীর্বাদ হয়ে আসছে। আমরা ১১ দিন বন্দি ছিলাম, হঠাৎ করে যখন বের হলাম। একসঙ্গে সবাই কাজ করেছি। তাতে টিম বিল্ড আপ হয়েছে।’

তবে দলকে উজ্জীবিত করতে এবং মানসিকভাবে এগিয়ে দিতে মূলত ড্রেসিংরুমের দুজন ব্যক্তির আলাদা ভূমিকা ছিল উল্লেখ করে মুমিনুলের কথা, ‘আগেও বলেছি, দলে সুজন ভাইয়ের ভালো একটা ভূমিকা ছিল। সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিক ভাইয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এগুলো কাজ করেছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ