ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: জানা গেল টেস্টে কোহলির জায়গায় অধিনায়কত্ব পাচ্ছে যে ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৭ ১২:৪০:৫২
ব্রেকিং নিউজ: জানা গেল টেস্টে কোহলির জায়গায় অধিনায়কত্ব পাচ্ছে যে ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি এ ঘোষণা দেবেন। স্পোর্টস ভিত্তিক ভারতীয় মিডিয়া ইনসাইড সাপোর্ট এই খবর দিয়েছে। বিসিসিআইয়ের এক আধিকারিক ইনসাইডস্পোর্টকে বলেছেন, "ভারতের নতুন টেস্ট অধিনায়ক যে রোহিত শর্মা তাতে কোনো সন্দেহ নেই।"

মূলত প্রক্রিয়া মেনেই রোহিতকে টেস্টেও দায়িত্ব দিচ্ছে ভারত। আগেই তাকে বিরাট কোহলির সঙ্গে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এবার কোহলি সরে দাঁড়ানোয় সেই খালি জায়গাটিই নিচ্ছেন রোহিত। শনিবার টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি।

এখন কোহলির জায়গায় রোহিতকে দেওয়ার আগে একটি বিষয় নিয়ে শুধু চিন্তিত বিসিসিআই। সেটি হলো রোহিতের ফিটনেস এবং তিন ফরম্যাট মিলে ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট। তাই এ বিষয়ে আগে রোহিতের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা।

বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘(রোহিত টেস্টেও অধিনায়ক হলে) ওয়ার্কলোড অনেক বেড়ে যাবে। তাই রোহিতের নিজেকে অনেক ফিট এবং সতেজ রাখতে হবে। আমার মনে হয়, নির্বাচকরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবে। তাকে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

রোহিতের ডেপুটি হিসেবে কাকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহ-অধিনায়ক হবে ভারতের পরবর্তী নেতারা। এখন লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহরা ভবিষ্যতের নেতা। তাদেরকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। এদের মধ্য থেকেই একজনকে সহ-অধিনায়ক বাছাই করতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ