ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাত্র সাত রান করেই ইতিহাসের পাতায় বাংলাদেশের তারকা ব্যাটসম্যন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৮ ১৭:০৪:২৫
মাত্র সাত রান করেই ইতিহাসের পাতায় বাংলাদেশের তারকা ব্যাটসম্যন

মঙ্গলবার কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ফারজানা পিঙ্কি ৯ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।

নিজের দ্বিতীয় রান করার পথে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ১০০৫ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ তিনটি ৫০+ রানের ইনিংসের মালিক ফারজানা। তিনিই খুললেন দেশের নারী ক্রিকেটের ইতিহাসের নতুন দুয়ার। কাছাকাছি থাকা নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৮৬১ রান।

এছাড়া ওয়ানডে ফরম্যাটেও শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে রয়েছেন ফারজানা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ৮৯৩ রান করেছেন রোমানা। এরপরই আছেন ৮৪১ রান করা ফারজানা। ওয়ানডেতে আর কারও ৪০০ রানও নেই।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক

১/ ফারজানা হক পিংকি - ৬৪ ইনিংসে ১০০৫ রান, সর্বোচ্চ ১১০*

২/ নিগার সুলতানা জ্যোতি - ৫০ ইনিংসে ৮৬১ রান, সর্বোচ্চ ১১৩*

৩/ রোমানা আহমেদ - ৬০ ইনিংসে ৭৪৬ রান, সর্বোচ্চ ৫০

৪/ আয়েশা রহমান শুকতারা - ৫৩ ইনিংসে ৭০০ রান, সর্বোচ্চ ৪৬

৫/ সালমা খাতুন - ৪৯ ইনিংসে ৫৩১ রান, সর্বোচ্চ ৪৯*

এছাড়া ৫০০'র বেশি রান করেছেন সানজিদা ইসলাম (৪৯ ইনিংসে ৫২০ রান) ও শামীমা সুলতানা (৩৬ ইনিংসে ৫০৯ রান)।

নারী আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক

১/ রোমানা আহমেদ - ৩৯ ইনিংসে ৮৯৩ রান, সর্বোচ্চ ৭৫

২/ ফারজানা হক পিংকি - ৪০ ইনিংসে ৮৪১ রান, সর্বোচ্চ ৬৯*

৩/ সালমা খাতুন - ৩৩ ইনিংসে ৩৯৭ রান, সর্বোচ্চ ৭৫*

৪/ নিগার সুলতানা জ্যোতি - ২০ ইনিংসে ৩৭৬ রান, সর্বোচ্চ ৫৯

৫/ শারমিন আক্তার সুপ্তা - ২৪ ইনিংসে ৩৬৮ রান, সর্বোচ্চ ৭৪

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ