ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

২০১৯ বিশ্বকাপ নিয়ে নতুন করে যা বললেন রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৮ ১৯:৩১:৪৫
২০১৯ বিশ্বকাপ নিয়ে নতুন করে যা বললেন রোডস

বাংলাদেশে নতুন ভূমিকা নিলেও, বাংলাদেশকে কোচিং করার প্রেক্ষাপটে নিয়ে বারবার মুখোমুখি হতে হচ্ছে রোডসকে। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে অবশেষে মুখ খুললেন তিনি। খুব বেশি কিছু বলতে না চাইলেও তিনি বলেন, ২০১৯ বিশ্বকাপে যেভাবে ব্যর্থতা দেখা গেছে, আসলে দলটি তেমন ব্যর্থ হয়নি।

রোডস বলেন, ‘এটা অতীত। তবে যেটুকু বলতে পারি- বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি, হাল ছাড়িনি। আমাদের ভালো কিছু জয় ছিল। নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম।’

অতীত নিয়ে ভাবতে নারাজ রোডস শুধু বর্তমানকেই রাখতে চান ভাবনা জুড়ে। তবে তার আগে জানালেন, ‘আমার মনে হয় মানুষ যেভাবে ভাবে ততটা খারাপ আমরা করেছিলাম। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফিরে এসে ভালো লাগছে, এটুকুই…’

বাংলাদেশের বর্তমান কোচিং প্যানেল নিয়ে অনেক প্রশ্ন আছে, আছে বিতর্ক। রোডস অবশ্য মনে করেন, কোচিং প্যানেলও ঠিক পথে আর দেশের ক্রিকেটও হাঁটছে সঠিক পথে। পারফরম্যান্সের গ্রাফে উত্থানপতনকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখার আহ্বান তার।

তিনি বলেন, ‘এখন আমি যুক্ত নই, জানি না কী চলছে। তাই মন্তব্য করা ঠিক হবে না। আমি আপনাদের প্রতিবেদন পড়ি, তাই আপনারা আমার চেয়েও ভালো জানেন। যতটুক জানি- কোচিং স্টাফরা পরিশ্রমী। কিছু ফলাফল হয়ত পক্ষে আসেনি। তবে দল দারুণ কিছু ফলাফলও এনেছে।’

রোডস আরও বলেন, ‘কয়দিন আগে নিউজিল্যান্ডকে টেস্ট হারাল, এটা দারুণ ছিল। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ানোয় ভালো করতে পারেনি। দেশে টি-টোয়েন্টিতেও কিছু সাফল্য পেয়েছে। আমি যেহেতু দায়িত্বে নই, আমার জন্য মন্তব্য করা কঠিন। তবে ফলাফলে উত্থানপতন থাকবেই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ