ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ম্যাক্সওয়েল: ওরে ব্যাটিং ৬৪ বলে ২২ চার ৪টি ছয়ে ১৫৪ রান, টি-২০তে ২৭২ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৯ ২২:০৭:৩৭
ম্যাক্সওয়েল: ওরে ব্যাটিং ৬৪ বলে ২২ চার ৪টি ছয়ে ১৫৪ রান, টি-২০তে ২৭২ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

মেলবোর্নে, ম্যাক্সওয়েল জো ক্লার্কের সাথে একটি জুটি গড়ে তোলেন। এই জুটি মাত্র ৭ ওভারেই ৯৭ রান করে থামে, যাতে ৬০ রানই ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে। মাত্র ২০ বলে ৮ চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরি করেন তিনি।

নিক লার্কিনের সঙ্গে দ্বিতীয় উইকেটেও ঝড় অব্যাহত রাখেন ম্যাক্সওয়েল। তার ৪১ বলের সেঞ্চুরি হতেই ভাঙে ৪৪ রানের এই জুটি। না, ম্যাক্সওয়েল তখনো ক্রিজে। লার্কিন বিদায় নেওয়ার পর মার্কাস স্টয়নিসের সঙ্গে মেলবোর্ন ওপেনার আরো বিপজ্জনক হয়ে ওঠেন। দুজনের ব্যাটেই ছিল আগুন।

৩১ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন স্টয়নিস। ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে যখন মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল, তখন তার নামের পাশে ১৫৪ রান। ৬৪ বল খেলে ২২ চার ও ৪ ছয়ে এই রান তোলেন তিনি, যা বিবিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় তিন নম্বরে মেলবোর্নের ২ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ