ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ১০:২৮:০৫
ব্রেকিং নিউজ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের নাম ঘোষণা

বুধবার রাতে টিম মিটিং শেষে আখতার গ্রুপ ও চিটাগাং চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক দাতো কে এম রিফাতুজ্জামান অধিনায়কের নাম ঘোষণা করেন। অধিনায়ককে দলের ক্যাপ দেন তৎকালীন প্রধান কোচ পল নিক্সন।

‘আমরা একটা পরিবার। পরিবারের সবাই মিলে আলোচনা করে কোচের সঙ্গে পরামর্শ করেছেন। এমন একজনকে বেছে নেয়ার চেষ্টা করা হয়েছে, যিনি গোটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। যার কাছে দলটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ’ - অধিনায়ক ঘোষণার সময় বলছিলেন কে এম রিফাতুজ্জামান।

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি ইয়াং ও প্রমিজিং খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে; যারা আগামিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’

দায়িত্ব গ্রহণের পর দলের সিনিয়রদের সহায়তা চেয়ে মিরাজ বলেন, ‘কর্তৃপক্ষ তরুণদের ওপর আস্থা রেখেছেন। আমি মনে করি, আমাদের সকলের চ্যালেঞ্জ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় রয়েছেন, যারা অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমি তাদের সহযোগিতা চাচ্ছি। সবাই সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে।’

চ্যালেঞ্জার্স অধিনায়ক এ সময় যোগ করেন, ‘দলকে ভাল একটা জায়গায় দাঁড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করতে চেষ্টা করবো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ