ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ১০:৫৩:১৮
প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময়

তিনি বলেন, এ বছর প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ম্যাচের সঠিক সময় ঘোষণা করতে পারেনি তারা।

তবে ধারণা করা হচ্ছে এ বছরের জুনেই হতে পারে ম্যাচটি। ইতোমধ্যেই জানা গেছে জুনে আর্জেন্টিনা মাঠে নামবে ইতালির বিপক্ষে। ম্যাচটি হবে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে। এই ম্যাচের পরই ব্রাজিলের বিপক্ষে খেলতে পারে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা-ইতালি ম্যাচের কাছাকাছি সময়ে ব্রাজিলেরও থাকার কথা ইউরোপেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তারা মাঠে নামতে পারেন। এরপরই আলবিসেলেস্তদের মুখোমুখি হতে পারেন সেলেসাওরা।

এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলে কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। দু্ই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর আগে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ