ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ দল যে ওয়ানডে সংস্করণে ভালো দল তারই প্রমাণ দিলো আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ১৫:৫৮:৩৯
বাংলাদেশ দল যে ওয়ানডে সংস্করণে ভালো দল তারই প্রমাণ দিলো আইসিসি

বর্ষসেরা ওয়ানডে দলের শীর্ষ তিন ক্রিকেটার বাংলাদেশের। বাংলাদেশের আছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। একাদশে উইকেটরক্ষকের ভূমিকায় রাখা হয়েছে মুশফিককে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের দুজন করে ক্রিকেটারকে দলে রাখা হয়েছে।

বিপিএলের অনুশীলনের জন্য সাকিব ব্যস্ত ছিলেন মাঠে। সাংবাদিকদের কাছ থেকে মাঠে বসেই খবর পান বর্ষসেরা ওয়ানডে দলে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। নিজের এবং মুশফিক ও মুস্তাফিজের বর্ষসেরা ওয়ানডে জায়গা পাওয়াকে সাকিব মূল্যায়ন করেছেন দেশের ক্রিকেটের সার্বিক উন্নতির সাথে তুলনা করে।

সাকিব বলেন, “আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো ব্যাপার। বেশ কয়েক বছর ধরেই আমরা ওয়ানডেতে খুব ভালো দল। আমার কাছে মনে হয়, দেশে এবং দেশের বাইরেও এখন আমরা ভালো দল। এটা তারই একটা স্বীকৃতি যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।”

একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, র‍্যাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ