ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

লো-স্কোরিং উইকেট নিয়ে ভয় পাচ্ছেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ১৭:০৮:০৮
লো-স্কোরিং উইকেট নিয়ে ভয় পাচ্ছেন সাকিব

দল নিয়ে সাকিব বলেছেন, “ইম্পরট্যান্ট হচ্ছে একটা দুইটা ম্যাচ গেলে অনেক বেশি এনালাইসিস করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, সবই ডিফেন্ড করে যখন টুর্নামেন্টটা শুরু হয় তারপরে।”

গত সাত আসরের ৬টিতে খেললেও অধিনায়ক সাকিবের জেতা হয়নি শিরোপা। যদিও এ নিয়ে আক্ষেপ নেই দেশ সেরা অল-রাউন্ডারের। তবে এবার শিরোপা জিতলে পারলে ভালো লাগবে বলেও জানিয়েছেন তিনি তবে, না জিতলে কিছু করার নেই সাকিবের।

বিপিএলে মাঠের লড়াইয়ে নামার আগে সাকিব বলেছেন, “ছয় দলই চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য খেলে। আমরাও তার ব্যতিক্রম না। যদি হতে পারি ভাল কিন্তু, না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি, সফলতা আনার জন্য যা যা করা দরকার করতে পারি।”

প্রতিবারের মতো এবারও লো-স্কোরিং নিয়ে ভয় সবার। একই ভয় সাকিবেরও। তবে আশা করছেন এবার ভালো স্পোর্টিং উইকেট হবে, দারুণ একটা ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল।

“আমি বিশ্বাস করি ভাল স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে, আশা করছি ভাল একটা ম্যাচ দিয়ে বিপিএলটা শুরু হবে। টুর্নামেন্ট শুরুর আগে আসলে এগুলো বলাটা মুশকিল, বাকি ৬দলের সাথে আমাদেরও একই রকম মনে হচ্ছে এখন।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ