ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আমাকে আর ব্যাড বয় বলবেন না: সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ১৮:৪৯:৫৪
আমাকে আর ব্যাড বয় বলবেন না: সাব্বির

যাইহোক অনেক দিন কেটে গেছে। জাতীয় দল থেকে বাদ। নতুন করে শুরু হয়েছে তার পথচলা। সে কারণেই 'ব্যাড বয়' খেতাব নিয়ে নতুন জীবনের যাত্রা শুরু করতে চান না সাব্বির রহমান। এদিকে টিভি চ্যানেল টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির তাকে 'ব্যাড বয়' বলতে আপত্তি জানিয়েছেন।

“ব্যাড বয় বলে কোনো কথা আসলে নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না। আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি যেন আর কখনও বলা না হয়। একটু ভালো কিছু বলেন।”

বিতর্কিত কর্মকাণ্ড করে জাতীয় দল থেকে বহুদূরে চলে গেছেন সাব্বির। নিজেকে প্রমাণ করারও মঞ্চ পাচ্ছিলেন না। এবারের বিপিএলে তেমনই কিছু একটা করে দেখাতে চান এই তরুণ, “সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। এমনকি টেনিস বলে খেললেও নিজের পুরোটা দেওয়ার চেষ্টা থাকে। সে কারণেই হয়তো সবাই আমাকে ভালোবাসে, সমর্থন করে। তাদেরকে ধন্যবাদ। আশা করি যেসব বিষয় নিয়ে কাজ করেছি, সেগুলো বিপিএলে প্রয়োগ করে আবার জাতীয় দলে ফিরতে পারব।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ