ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আস্থার প্রতিদান দিতে চায় : মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২০ ২০:৪০:৩৩
আস্থার প্রতিদান দিতে চায় : মুশফিক

তিনি সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে তার পারফরম্যান্সের জন্য স্পটলাইটে নেই। তবে বিপিএলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই বিপিএলে নিজের জায়গা ধরে রাখতে চান মুশফিকুর রহিম।

আজ মুশফিকুর রহিম বলেন, “বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ঐ জায়গাটা ধরে রাখতে পারি। ভবিষ্যতে কী আসবে না আসবে তা নিয়ে একদমই ভাবি না। চেষ্টা করি দলের জন্য, এটাই আমার জন্য যথেষ্ট। যেহেতু আমাকে ডিরেক্ট সাইন করেছেন, তার প্রতিফলন যেন মাঠে দিতে পারি এতটুকুই চিন্তা করছি।”

বিপিএলে যত সম্ভব ভালো ব্যাটিং করতে চান মুশফিকুর রহিম। যতবার সম্ভব হবে উপরে উঠাতে চান মুশফিক। রাউন্ড রবিন লিগে ১০ ম্যাচ খেলতে পারবেন। আর নকআউট পর্বে যেতে পারলে থাকবে ১২ থেকে ১৩ ম্যাচ খেলার হাতছানি। ঐ ম্যাচগুলো থেকে যত বেশি রান করা যায়, সেটিই তার লক্ষ্য। “অন্তত ১০টি ম্যাচ তো খেলার সুযোগ পাবো। চেষ্টা করবো যাতে ১২-১৩টা ম্যাচ খেলা যায় ও যতবার সম্ভব (ফিফটি-সেঞ্চুরি করে) ব্যাট ওপরে ওঠানো যায়।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ