শেষ মুহূর্তের লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ

সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাট করে কানাডার যুবারা ১৩৬ রান করেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল লক্ষ্যে পৌঁছায় ৮ উইকেট ও ১১৯ বল হাতে রেখে।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং ইফতেখার হোসেন ইফতি। তবে ওপেনিং জুটি দীর্ঘস্থায়ী হয়নি। পরমভীর খারোদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মাহফিজু ইসলাম। ২ চারে ১৪ বলে ১২ রান করেন তিনি। দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল।
ইফতি ও নাবিলের জুটি ভাঙতে বেশ অপেক্ষা করতে হয় কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে। তাদের ৭৬ রানের জুটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য জয় সহজ হয়ে যায়। ৫ চারের সাহায্যে ৫২ বলে ৩৩ রান করে প্রান্তিক নওরোজ নাবিল আউট হন ইথান গিবসনের বলে উইকেটরক্ষক অনুপ চিমাকে ক্যাচ দিয়ে।
তবে ওপেনার ইফতি অর্ধশতক তুলে নেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক আইচ মোল্লা। তাদের ৩৯ রানের জুটিতে জয় নিশ্চিত হয়। ৩১ তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক আইচ। অধিনায়ক আইচ ২৬ বলে ২০ রান করে এবং ওপেনার ইফতি ৮৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।
এর আগে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দেখেশুনে শুরু করেছিলেন জাশ শাহ এবং অনুপ চিমা। প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেটের পতন না ঘটলেও একাদশতম ওভারে এ জুটি ভাঙেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২৭ বলে ৮ রান করে এলবিডব্লিউ হন জাশ। পরের ওভারে আশিকুর জামানের বলে ইয়াসির মাহমুদ (১) ক্যাচ দেন মাহফিজুলের হাতে।
মিহির প্যাটেল থিতু হলেও গড়তে পারেননি বড় স্কোর। অফ স্পিনার মেহেরব হোসেনের বলে বোল্ড হয়ে ফেরত যাওয়া মিহির করেন ২৫ বলে ১১। এরপর মেহেরব আর রিপনের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার অনুপ এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে কেউই বড় স্কোর গড়তে পারেনি। নিঃসঙ্গ যোদ্ধা অনুপ ৬৩ রান করে যখন বিদায় নেন তখন দলের স্কোর ৮ উইকেটে ১২৬। তার ১১৭ বলে ৬৩ রানের ইনিংসে ছিলে সাতটি চার।
শেষ পর্যন্ত ৪৪ ওভার ৩ বলে ১৩৬ রান করে অলআউট হয় কানাডা অনূর্ধ্ব-১৯ দল। কৈরভ শর্মা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া মোহিত প্রসার করেন ২৭ বলে ১২। চারটি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল এবং মেহেরব হোসেন। বাকি দুই উইকেট যায় আশিকুর জামানের পকেটে।
এ জয় দিয়ে পয়েন্টের খাতা খুলেছে আইচ মোল্লার দল। শনিবার তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর
কানাডা অনূর্ধ্ব-১৯ দল : ১৩৬/১০ (৪৪.৩ ওভার)অনুপ ৬৩, কৈরভ ১৪, মোহিত ১২রিপন ২৪/৪, মেহরব ৩৭/৪, আশিকুর ২১/২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৪১/২ (৩০.১ ওভার)ইফতি ৬১*, নাবিল ৩৩, আইচ ২০*গিবসন ১/১৮, পরমভীর ১/২৪
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল