ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

প্রথম জয়ের পর যা বললেন বরিশালে অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২১ ২১:৪১:৪৯
প্রথম জয়ের পর যা বললেন বরিশালে অধিনায়ক সাকিব

দুই ওভারে ম্যাচের মোড় পাল্টাল দু'বার। ১৫তম ওভারে এসে ম্যাচে রোমাঞ্চ জাগিয়ে তোলেন মেহেদি হাসান মিরাজ। এক ওভারে ২ উইকেট তুলে নেয়ার সঙ্গে রান আউট হন এক ব্যাটার। সৈকত আলী ফেরেন ৩৯ রানে, ইরফান শুক্কুর এই স্পিনারকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ১৬ রানে।

শেষ ২৪ বলে জয়ের জন্য বরিশালের প্রয়োজন হয় ৩০ রান। কিন্তু জিয়াউর রহমান এক চার ও এক ছক্কায় মুকিদুলের ওভারে ১৭ রান নেয় বরিশাল। এরপর ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় সাকিববাহিনী। চট্টগ্রামকে মাত্র ১২৫ রানে আটকে দিলেও আরও ভালো বল করতে পারা যেতো বলে মনে করেন বরিশালের অধিনায়ক।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমরা দারুণ বোলিং করেছি। আরেকটু ভালো বোলিং অবশ্য করতে পারতাম। তবে টস জিতে বোলিং নেওয়ার সময় যদি বলা হতো ওরা ১২৫ রানে আটকে যাবে, তাহলে তা খুশি মনেই মেনে নিতাম। বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে আমাদের। তবে শেষ পর্যন্ত জিততে পেরে আমি খুশি।’

ব্যাটিং-বোলিংয়ে বরিশাল বেশ ভারসাম্যপূর্ণ দল। ১২৬ রান তাড়ায় ৯২ রানে ৬ উইকেট হারালেও আটে নেমে বরিশালকে প্রথম জয় এনে দেন জিয়াউর। নিজেদের ব্যাটিং গভীরতা নিয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব। সেই সঙ্গে মোমেন্টাম ধরে রাখতে চান তিনি।

সাকিব বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বলছি, আমাদের ব্যালান্স ভালো। দলের ব্যাটিং গভীরতা অনেক, বোলিং আক্রমণে বৈচিত্র বেশ। আজকে সেটা দেখা গেছে। জয় দিয়ে শুরু করতে পারলাম, এখন মোমেন্টাম ধরে রাখার ব্যাপার।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ