ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে আইপিএলের নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদের অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২২ ১০:৪১:৫৪
চমক দিয়ে আইপিএলের নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদের অধিনায়কের নাম ঘোষণা

গত বছর পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল। টেস্ট ও ওয়ানডেতেও তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। যদিও ভারতের জার্সিতে অধিনায়ক হিসেবে এখনও একটি ম্যাচ জেতাতে পারেননি রাহুল। আইপিএল খেলবেন সঞ্জীব গোয়েঙ্কা তার উপর আস্থা রেখেছিলেন ১৭ কোটি রুপি নিয়ে রাহুলকে কেড়ে নিয়েছে লখনউ। এছাড়া নবাব শহরের হয়ে খেলবেন মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণু। স্টোইনিসকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া হয়েছে। বিষ্ণু পাবেন ৪ কোটি রুপি।

আমদাবাদ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। এত বছর আইপিএল-এ তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এই বছর আমদাবাদ তাঁকে দলে নিয়েছে ১৫ কোটি টাকা দিয়ে। রশিদ খানকেও একই দামে দলে নিয়েছে তারা। কলকাতা নাইট রাইডার্স থেকে আমদাবাদ দলে গেলেন শুভমন গিল। তিনি পাবেন ৮ কোটি টাকা।

২০১৫ সালে ১০ লক্ষ টাকা দিয়ে হার্দিককে দলে নিয়েছিল মুম্বাই। ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেন এই অলরাউন্ডার। শেষ কিছু বছর চোটের জন্য দলে অনিয়মিত তিনি। ২০১৮ সালে ১১ কোটি টাকা দিয়ে হার্দিককে দলে রেখে দিয়েছিল মুম্বাই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ