ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ,দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২২ ২০:৪০:১৫
শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ,দেখেনিন ফলাফল

কুমিল্লা ভিক্টোরিয়ানসের একাডেমি মাঠে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান তুলেন গোরপিত সিং সনি ২৪। মশিন শেখ ৯, অভয়, ওমায়দুল্লাহ ২, ফারুক ১, আভতার ১৬, মহেশ ৯, বিক্রম ১০ ও বিজু ৭ রান করেন। ২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক অভিজিৎ।

লাল-সবুজদের হয়ে ৪ ওভার ১ মেডেন ১৩ রানে ৩ উইকেট নেন শামীম। তিনটি উইকেট তুলেন ভবেন। মিঠু দুটি উইকেট আদায় করেন। সকালে সাকিবের ২৪ ও ভবেনের ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারতের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট আদায় করেন বিজু। আভতার নেন দুটি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই উইকেটে জিতে নেয় ভারত। রোববার অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে প্রতিবন্ধকতাকে জয় করে মাঠের লড়াইয়ে নামা দুই দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ