ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভারতকে হারানোর পরেই নতুন দু:সংবাদ পেলো দ:আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৩ ০৯:৫৬:৪৬
ভারতকে হারানোর পরেই নতুন দু:সংবাদ পেলো দ:আফ্রিকা

তবে সিরিজ জয়ের পর দুঃসংবাদও শুনতে হলো টেম্বা বাভুমার দলকে। মন্থর গতির ওভার রেটের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মোট ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

প্রসঙ্গত, পার্লে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা সংগ্রহ ৬ উইকেটে ২৮৬ রান। অর্ধশতক হাঁকান লোকেশ রাহুল ও রিশাভ পান্ট। বড় লক্ষ্য হলেও তা স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি প্রোটিয়াদের।

দুই ওপেনার কুইন্টন ডি কক ও ইয়ানেমান মালানের বড় ইনিংসে ভর করে সহজেই জয়ের বন্দরে ভেড়ে দক্ষিণ আফ্রিকা। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন র‍্যাসি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রাম। ৯ বল বল হাতে রেখেই দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা। ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ