ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের নাম ঘোষণা করলো আইসসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৩ ১৭:৩৫:১৭
চমক দিয়ে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের নাম ঘোষণা করলো আইসসি

প্রোটিয়া ওপেনার জেনেম্যান গত বছর ১৭টি আন্তর্জাতিক ম্যাচে ১০১ স্ট্রাইকআউট এবং ৪৭.৬৬ গড়ে ৭১৫ রান করেছেন। যেখানে দুটি শতরান ও তিনটি অর্ধশতক ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে তার ১৭৭ রান ছিল বছরের সেরা ইনিংস।

অন্যদিকে পাকিস্তানের ২০ বছর বয়সী পেসার ফাতিমা সানা মূলত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার হয়েছেন। ২০২১ সালে ১৬ ম্যাচ খেলে মাত্র ২৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন ১৬৫ রান।

একইসঙ্গে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নামও প্রকাশ করেছে আইসিসি। পুরুষ ক্রিকেটে ২০২১ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বছরে রেকর্ড ১৩২৬ রান করা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

অন্যদিকে নারী ক্রিকেটে কুড়ি ওভারের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ট্যামি বিমাউন্ট। ২০২১ সালে নয় টি-টোয়েন্টিতে তিন ফিফটির সাহায্যে ৩৩.৬৬ গড়ে ৩০৩ রান করেছেন এ ডানহাতি ওপেনার।

এর বাইরে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ওমানের জিসান মাকসুদ। তিনি ৩১৬ রানের পাশাপাশি নিয়েছেন ২১ উইকেট। নারী ক্রিকেটে এই ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রিয়ার আন্দ্রে মাই জেপেদা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ