ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মেসির সমালোচকদের একহাত নিলেন করিম বেনজেমা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৩ ২০:৩৮:১৬
মেসির সমালোচকদের একহাত নিলেন করিম বেনজেমা

স্পেনের দুই তীব্র প্রতিপক্ষের হয়ে খেললেও মেসির সামর্থ্য ও প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই বেনজেমার। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এই মুহূর্তে ফরাসি লিগ ওয়ানে ভালো না করলেও চিন্তিত নন বেনজেমা।

চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর এখন পর্যন্ত ফ্রেঞ্চ লিগে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

রিয়ালের ফরাসি তারকা বেনজেমার বিশ্বাস, ফ্রান্সের ঘরোয়া লিগে দ্রুতই স্বরুপে ফিরবেন মেসি। ফ্রান্সের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘সে (মেসি) কেনো সফল হবে না? এখন শুধু মানিয়ে নেওয়ার অপেক্ষা।’

এসময় বেনজেমা জানান, মেসির সমালোচকরা আসলে ফুটবলের কিছুই জানে না। তিনি বলেছেন, ‘মেসি এখন হয়তো তেমন গোল করছে না। কিন্তু দেখুন সে মাঠে কী না করছে। কোনোভাবেই আপনি এমন খেলোয়াড়ের সমালোচনা করতে পারেন না। যে মেসির সমালোচনা করে, সে ফুটবলের কিছুই জানে না আসলে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ